লাশ আটকে রেখে সুদের টাকা আদায় করলেন সুদি কারবারি
দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে ঘটেছে চরম হৃদয়বিদারক এক ঘটনা। লাশ আটকে রেখে আদায় করা হয়েছে সুদের টাকা। বিষয়টি শুধু স্থানীয়দেরই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও অসংখ্য মানুষকে স্তম্ভিত করেছে। চারদিকে উঠেছে নিন্দার ঝড়।