প্রযুক্তি খাতে বঞ্চিতদের সুযোগ দেবে সরকার: ফয়েজ তৈয়ব
তথ্যপ্রযুক্তি খাতে বঞ্চিতদের ব্যবসার সুযোগ করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। একই সঙ্গে, যারা লাইসেন্স নিয়ে শর্ত প্রতিপালন করেননি বা হাতবদল করেছেন, তাদের বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত ‘প্রান্তিক পর্যায়ে দ্রুতগতির মানসম্পন্ন সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে করণীয়’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। এতে টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।