তথ্যপ্রযুক্তি খাতে বঞ্চিতদের ব্যবসার সুযোগ করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। যারা লাইসেন্স নিয়ে হাতবদল করেছেন, তাদের বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তিনি বলেন, এমন নীতি প্রণয়ন করব, যাতে সরকার বা বেসরকারি কেউ ইচ্ছেমতো ইন্টারনেট বন্ধ করতে না পারে। তবে কেউ যদি নীতিনির্ধারণে প্রভাব বিস্তার করতে চায়, তাহলে নির্বাহী আদেশ ব্যবহারের প্রয়োজন হলে তা করব। ফয়েজ বলেন, আমরা ইতোমধ্যে আইসিটি খাতের অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেছি। টেলিকম খাতেও তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে দুর্নীতি ও অনিয়ম দূর করা যায়। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, এই খাতে সংস্কারে বিএনপির সমর্থন থাকবে।