মাদক পাচারের অভিযোগে মিয়ানমারের যুবক আটক
নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের হাতিমারাপাড়া পাহাড় এলাকা থেকে সোমবার মাদক পাচার ও অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সুনিঅং তঞ্চঙ্গ্যা নামে মিয়ানমারের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের কালারডেবার আখিয়াব এলাকার বাসিন্দা অংছিপু তঞ্চঙ্গ্