বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হাতিমারাপাড়া পাহাড় এলাকা থেকে সোমবার মাদক পাচার ও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা সুন অং তঞ্চঙ্গ্যাকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, স্থানীয় তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের কয়েকজনের সহযোগিতায় তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। তার সঙ্গে ঘুমধুম ও সোনাইছড়ি এলাকার আরও কয়েকজনের যোগাযোগ ছিল বলে জানা গেছে। ওসি মাসরুরুল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।