ডিজিটাল স্বাক্ষরে শৃঙ্খলিত হবে সরকারি কার্যক্রম
দেশে স্বাক্ষর জালিয়াতি ও নকল করে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। কখনও ইউএনও, কখনও সরকারি কর্মকর্তার নকল স্বাক্ষর ব্যবহার করে তোলা হচ্ছে টাকা, নেওয়া হচ্ছে সুবিধা। অথচ এসব প্রতারণা ঠেকাতে একটি প্রযুক্তিনির্ভর পথ দীর্ঘদিন ধরেই প্রস্তাবিত—ডিজিটাল সিগনেচার বা ইলেকট্রনিক স্বাক্ষর। এবার সেই পথেই জোর দিচ্ছে সরকার।