নির্বাচন ডিসেম্বর বা এপ্রিলে হোক বিএনপি প্রস্তুত: হাফিজ ইব্রাহিম
বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে সম্ভবত নির্বাচনর তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। বৈঠকে হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে বা এপ্রিলে হতে পারে। জাতীয় নির্বাচন যে সময়ই হোক আমরা প্রস্তুত। বিএনপি নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছে। তারেক রহমানের নির্দেশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গ্রাম থেকে গ্রাম বাড়ি থেকে বাড়ি গিয়ে প্রত্যেক মানুষের হাতে প্রচার পত্র পৌঁছে দিচ্ছেন।