বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম বলেছেন, নির্বাচন ডিসেম্বর বা এপ্রিলে যেকোনো সময় হলে বিএনপি প্রস্তুত। তিনি জানান, নির্বাচন নিয়ে লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক হতে পারে। ভোলার এক সমাবেশে তিনি বলেন, বিএনপির কর্মীরা সারা দেশে প্রচার চালাচ্ছে। তিনি বিএনপি শাসনামলে উন্নয়নের কথা তুলে ধরে বলেন, পুনরায় ক্ষমতায় এলে বেকারত্ব দূর করতে গ্যাস-ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে।