ফ্যাসিবাদের পতন হলেও তারা বারবার ফিরে আসার চেষ্টা করছে: শিল্প উপদেষ্টা
ফ্যাসিবাদের পতন হলেও তারা বার বার ফিরে আসার চেস্টা করছে। তাদেরকে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জুলাই আন্দোলনের অন্যতম প্রতিরোধ ক্ষেত্র যাত্রাবাড়ী থানার সামনে ‘যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।