শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদের পতন ঘটলেও তা বারবার ফিরে আসতে চায়, তাই একে প্রতিহত করতেই হবে। বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার সামনে ‘যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এই যাত্রাবাড়ীতে ছাত্র-জনতা ও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধই আজকের বাংলাদেশের ভিত্তি। তিনি বলেন, শহীদ পরিবারের আর্তনাদ একদিন দোয়া হয়ে উঠবে, তরুণদের লড়াইয়ে গড়ে উঠবে নতুন বাংলাদেশ। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর রাজনৈতিক ঐক্য রক্ষার আহ্বান জানিয়ে বলেন, তা না হলে গোপালগঞ্জের মতো পরিস্থিতি আরও হতে পারে।
ফ্যাসিবাদের পতন ঘটলেও তা বারবার ফিরে আসতে চায়, তাই একে প্রতিহত করতেই হবে: শিল্প উপদেষ্টা আদিলুর