মাইলস্টোন ট্র্যাজেডি
রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করবে দেশের সব আদালত।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনায় দেশের সব আদালতে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট থেকে এই নির্দেশনা পাঠানো হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত চিকিৎসাধীন। বিমানের সঙ্গে সঙ্গে স্কুল ভবনে আগুন ধরে যায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, বিজিবি, সেনাবাহিনী ও হেলিকপ্টারযোগে উদ্ধার অভিযান চালানো হয়।
বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনায় দেশের সব আদালতে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করবে দেশের সব আদালত।