১ ভোটের ব্যবধানে সিনেটে পাস ট্রাম্পের বিল, হাউসে বাকি চূড়ান্ত লড়াই
যুক্তরাষ্ট্র সিনেটের রিপাবলিকানরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত-সমালোচিত ‘বিগ ওয়ান্ডারফুল বিল’ পাস করেছে। মঙ্গলবার (১ জুলাই) ১ ভোটের ব্যবধানে প্রস্তাবিত ব্যাপক করছাড় ও ব্যয় বিল পাস করা হয়। এই বিল সামাজিক নিরাপত্তা খাতে বড় রকমের কাটছাঁট, সামরিক ও অভিবাসন খাতে বরাদ্দ বৃদ্ধি এবং জাতীয় ঋণে অতিরিক্ত ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার যোগ করবে। খবর রয়টার্স।