Web Analytics

যুক্তরাষ্ট্র সিনেটে মাত্র ১ ভোটের ব্যবধানে ট্রাম্পের ব্যাপক কর ও ব্যয় বিল পাস হয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সমতা ভেঙে অনুমোদন দেন। বিলটি করছাড় বাড়ানো, সামরিক ও অভিবাসন খাতে ব্যয় বৃদ্ধি এবং মেডিকেইড ও খাদ্য সহায়তা কাটছাঁট প্রস্তাব করে। এতে $৩.৩ ট্রিলিয়ন জাতীয় ঋণ বাড়বে এবং ঋণসীমা $৫ ট্রিলিয়ন বাড়ানো হবে। হাউসে ভোট নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে, যেটি রক্ষণশীল ও মধ্যপন্থী রিপাবলিকানদের বিরোধিতার মুখে পড়েছে। ট্রাম্প ৪ জুলাইয়ের আগেই এটি আইনে পরিণত করতে চান।

Card image

Related Threads

logo
No data found yet!