নুরের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ ডিএনসিসির, জবাব দিল গণঅধিকার পরিষদ
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় নগর ভবনের সামনে বিশৃঙ্খলা করার অভিযোগ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসির অভিযোগ, নুরুল হক নূর তার পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার জন্য গত ১৮ মে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোন করে চাপ সৃষ্টি করেন। প্রকৌশলী তাকে কিছু করার সুযোগ নেই মর্মে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নুর তার কোনো কথা না শুনে তাকে কাজ দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন এবং ডিএনসিসির অফিসে তালা লাগানোর হুমকি দেন। পরে কাজ না পেয়ে ডিএনসিসির কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। গণঅধিকার পরিষদ বলছে, প্রশাসক মোহাম্মদ এজাজ হিযবুত তাহরির নেতা ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার স্পষ্ট তথ্য-প্রমাণের পর প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন না। এছাড়া ডিএনসিসির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দরপত্রে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হয়েও গণঅধিকার পরিষদের একজন সদস্যকে কমিশন ছাড়া কাজ দেওয়া হচ্ছে না। এ নিয়ে কথা হয়েছে!
পছন্দমত ঠিকাদারকে কাজ না পাইয়ে দেওয়ায় ডিএনসিসিতে নুরের বিশৃঙ্খলার অভিযোগ, নুর বলছে মিথ্যা, সর্বোচ্চ দরদাতা হয়েও কাজ দেওয়া হচ্ছিল না
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় নগর ভবনের সামনে বিশৃঙ্খলা করার অভিযোগ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।