কেমিক্যালমুক্ত আম চিনবেন যেভাবে
আমের গন্ধে মৌ মৌ করছে বাজার। অন্য সববারের তুলনায় এখন আমের দামও বেশ স্বস্তা। পাঁকা আমের মত সুস্বাদু ফল খুব কমই আছে। তবে আপনাকে সচেতন থাকতে হবে যে, তা কেমিক্যালমুক্ত কিনা। এর উপরেই নির্ভর করছে আপনার আর আপনার পরিবারের সুস্বাস্থ্য।