বাজারে সুগন্ধি ও সাশ্রয়ী দামের আম থাকলেও কেমিক্যালমুক্ত হওয়া জরুরি স্বাস্থ্য সুরক্ষার জন্য। কেমিক্যালমুক্ত আমের উপসাগর মাছি বসা, সাদা প্রাকৃতিক আবরণ ও দাগ থাকা। গাছপাকা আমে মিষ্টি গন্ধ এবং বিভিন্ন রঙের ছাপ থাকে। কেমিক্যাল দিয়ে পাকানো আম মসৃণ, অতিরিক্ত হলদে ও গন্ধহীন এবং মাছি পছন্দ করে না। কেনার আগে আমের গন্ধ নিলে তা সহজেই চিনা যায়।
কেমিক্যালমুক্ত আম চিনুন, সুস্থতার জন্য নিরাপদ