ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ, হতাহত ২৫০
দক্ষিণ গাজার রাফাহর পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ত্রাণ সংগ্রহে যাওয়া সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে বর্বর ইসরাইলি বাহিনী। রোববারের এ ঘটনায় প্রায় ৫০ জন ফিলিস্তিনি নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।