দক্ষিণ গাজার রাফাহ এলাকায় ত্রাণ সংগ্রহে যাওয়া সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে বর্বর ইসরাইলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, এ ঘটনায় প্রায় ৫০ জন ফিলিস্তিনি নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোর থেকেই আমেরিকান বেসরকারি সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে প্রচুর মানুষ জড়ো হন। লোকজন যখন ওই কেন্দ্রের কাছাকাছি পৌঁছায়, তখনই ইসরাইলি সামরিক যানবাহন থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ড্রোন থেকেও বিস্ফোরক ফেলতে শুরু করে। যার ফলে ব্যাপক হতাহত হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।