Web Analytics

গাজীপুরের নারী উদ্যোক্তা গুলশান আরা রংপুরের ঐতিহ্যবাহী হাতে বোনা শতরঞ্জিকে অনলাইন ব্যবসায় রূপ দিয়েছেন। ব্যক্তিগত ব্যবহার থেকে শুরু করে এখন তিনি “Crafty Touch” নামক ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করছেন। কাঠের তাঁতে বোনা এসব রঙিন, পরিবেশবান্ধব শতরঞ্জি গ্রামীণ কারিগরদের ঐতিহ্য বহন করে। গুলশান মান নিয়ন্ত্রণ ও ন্যায্য মূল্য নিশ্চিত করেন এবং একে আন্তর্জাতিক বাজারে তুলতে চান। কাস্টমাইজেশন ও কারিগরের উপস্থিতি নিয়ে কিছু চ্যালেঞ্জ থাকলেও, তার লক্ষ্য ‘মেড ইন বাংলাদেশ’ শতরঞ্জিকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়া।

20 Jun 25 1NOJOR.COM

ঐতিহ্য ফিরে আসছে: গুলশান আরার হাত ধরে রংপুরের শতরঞ্জির ডিজিটাল রূপান্তর

নিউজ সোর্স

ঐতিহ্যবাহী হস্তশিল্প শতরঞ্জি

গুলশান আরা রংপুরের জিআই পণ্য শতরঞ্জি বিক্রি করেন। সুন্দর, কালারফুল ও উৎকৃষ্ট ডিজাইনের এই শতরঞ্জিগুলো হাতে না নিলে এগুলোর গুণমান বুঝতেই পারেন না ক্রেতারা। রংপুরের ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব হস্তশিল্পটি নিয়ে তার সঙ্গে অল্পস্বল্প আলোচনা হয়।