Web Analytics

গাজীপুরের নারী উদ্যোক্তা গুলশান আরা রংপুরের ঐতিহ্যবাহী হাতে বোনা শতরঞ্জিকে অনলাইন ব্যবসায় রূপ দিয়েছেন। ব্যক্তিগত ব্যবহার থেকে শুরু করে এখন তিনি “Crafty Touch” নামক ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করছেন। কাঠের তাঁতে বোনা এসব রঙিন, পরিবেশবান্ধব শতরঞ্জি গ্রামীণ কারিগরদের ঐতিহ্য বহন করে। গুলশান মান নিয়ন্ত্রণ ও ন্যায্য মূল্য নিশ্চিত করেন এবং একে আন্তর্জাতিক বাজারে তুলতে চান। কাস্টমাইজেশন ও কারিগরের উপস্থিতি নিয়ে কিছু চ্যালেঞ্জ থাকলেও, তার লক্ষ্য ‘মেড ইন বাংলাদেশ’ শতরঞ্জিকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়া।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।