বাপেক্সের পাশাপাশি চুক্তিভিত্তিক ছয় রিগে কূপ খনন করবে পেট্রোবাংলা
দেশে গ্যাসের মজুদ সক্ষমতা বাড়াতে কূপ খনন কার্যক্রমে যুক্ত রয়েছে স্থানীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্সের পাঁচটি রিগ। এর বাইরে চুক্তিভিত্তিক তিনটি রিগ টার্ন কি পদ্ধতিতে কূপ খননে নিয়োজিত রয়েছে। এ কাজের তৎপরতা বাড়াতে আরো তিনটি রিগ চুক্তিতে দেশে আন