Web Analytics

দেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রম ত্বরান্বিত করতে পেট্রোবাংলা বাপেক্সের পাঁচটি রিগের পাশাপাশি আরও ছয়টি চুক্তিভিত্তিক রিগ যুক্ত করছে। এতে মোট ১১টি রিগ একযোগে কূপ খনন ও সংস্কার কাজ পরিচালনা করবে। দ্রুত হ্রাসমান স্থানীয় গ্যাস মজুদের প্রেক্ষাপটে ২০২৬-২৮ সালের মধ্যে ১০০টি কূপ খনন ও ওয়ার্কওভারের লক্ষ্য নিয়েছে জ্বালানি বিভাগ। চীনের সিএনপিসি ও সিনোপেকসহ বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে টার্ন কি চুক্তির আওতায় এসব রিগ পরিচালিত হবে। এসব উদ্যোগের মাধ্যমে দৈনিক প্রায় ১৪ কোটি ৩০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিতাস, সিলেট ও ভোলায় নতুন কূপ খননের পাশাপাশি ভোলার অতিরিক্ত গ্যাস মূল ভূখণ্ডে আনার জন্য পাইপলাইন নির্মাণ চলছে। কর্মকর্তারা জানান, দ্রুত উৎপাদন বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে ব্যয়বহুল এলএনজি আমদানির ওপর নির্ভরতা কমানো যায়, যা দেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।