বনানীতে গাড়িচাপায় প্রাণ গেল নারীর, প্রতিবাদে সড়ক অবরোধ
সোমবার ভোরে ঢাকার বনানীতে এক নারী পোশাকশ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত ও আরেকজন আহত হন। প্রতিবাদে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বনানী, মহাখালী ও গুলশানে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনাটি চেয়ারম্যান বাড়ি এলাকায় সকাল ৬টার দিকে ঘটে, তবে সংশ্লিষ্ট গাড়ির তথ্য এখনও অজানা। নিহতের নাম মিনারা আক্তার এবং আহত সুমাইয়া আক্তার হাসপাতালে ভর্তি রয়েছেন। বাস চলাচল বন্ধ থাকায় অফিসগামী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।