সোমবার বনানীর চেয়ারম্যানবাড়ি ইউটার্নে ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আরও একজন আহত হয়েছেন। প্রতিবাদে পোশাকশ্রমিকরা বনানী চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ অবরোধ করে রেখেছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। এতে যানজট সৃষ্টি হয়েছে। নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ