ভিসি-প্রক্টর পদত্যাগ না করলে ফয়সালা রাজপথে: ঢাবি ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল বলেছে, যদি ঢাবির বর্তমান প্রশাসন অনতিবিলম্বে পদত্যাগ না করে তাহলে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে এর ফয়সালা করে ছাড়বে। সোমবার দুপুরে ঢাবির প্রশাসনিক ভবনের সামনে সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত, নিরাপদ ক্যাম্পাসের নিশ্চয়তা এবং ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তারা।