সোমবার দুপুরে ঢাবির প্রশাসনিক ভবনের সামনে সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত, নিরাপদ ক্যাম্পাসের নিশ্চয়তা এবং ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাবি ছাত্রদল বলেছে, যদি ঢাবির বর্তমান প্রশাসন অনতিবিলম্বে পদত্যাগ না করে তাহলে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে এর ফয়সালা করে ছাড়বে। ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আজকে ছাত্রদলের সহিষ্ণুতার শেষ কর্মসূচি। আমরা ১৩ দিন অনেক ধৈর্য ধরে ভিসি-প্রক্টরকে সহিষ্ণুতা দেখিয়েছি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা তো দূরের কথা বিশ্ববিদ্যালয় প্রশাসনে থাকার যোগ্যতা রাখেন না। আগামীতে আমরা যে কর্মসূচি দেব তা অধিকতর কঠোর হবে।