ধানের শীষকে নির্বাচিত করে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে
গাজীপুর-৫ আসনের সাবেক এমপি ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন বলেছেন, যারা নির্বাচন চায় না তারা মাঠে নির্বাচনি প্রচার চালাচ্ছে, ভোট করতে প্রার্থীর নাম চূড়ান্ত করছে। মুখে নির্বাচন চাই না বলে প্রস্তুতি সম্পন্ন করছে। কচিকাঁচার মেলা দিয়ে বাংলাদেশের উন্নয়ন হবে না। মানুষের কল্যাণের জন্য, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচান চায়। ধানের শীষকে ভোট দিয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে জনগণ দেখতে চায়।