গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন বলেছেন, যারা নির্বাচন চায় না তারা মাঠে নির্বাচনি প্রচার চালাচ্ছে, প্রার্থীর নাম চূড়ান্ত করছে। কচিকাঁচার মেলা দিয়ে বাংলাদেশের উন্নয়ন হবে না। মানুষের কল্যাণের জন্য, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচান চায়। ধানের শীষকে ভোট দিয়ে জিয়াউর রহমানের বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে জনগণ দেখতে চায়। মিলন বলেন, শেখ হাসিনার ভোটারবিহীন কুত্তা মার্কা নির্বাচন আর দেখতে চায় না জনগণ। আরো বলেন, দেশপ্রেম ও জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তির বিজয়ের মধ্য দিয়ে জিয়ার সৈনিক ও তারুণ্যের প্রতীক তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করতে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে।