‘তৃতীয় বিশ্বের’ দেশ থেকে অভিবাসন স্থগিত ও সব গ্রিন কার্ড আবেদন পর্যালোচনার নির্দেশ ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি তথাকথিত ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে অভিবাসন সাময়িকভাবে স্থগিত করবেন, ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর গুলিবর্ষণের ঘটনায় এক আফগান নাগরিককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করার পর। এই পদক্ষেপ তার প্রশাসনের অভিবাসন নীতিতে আরও কঠোরতার ইঙ্গিত দেয়। ট্রাম্প ১৯টি ‘উদ্বেগজনক দেশ’—যেমন আফগানিস্তান, ইরান ও ভেনেজুয়েলা—থেকে আসা সব গ্রিন কার্ড আবেদন পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন।