Web Analytics

ওয়াশিংটনে গুলির ঘটনায় দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছেন এবং এই স্থগিতাদেশ স্থায়ী করবেন বলে জানিয়েছেন। থ্যাঙ্কসগিভিং দিবসের রাতে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই ঘোষণা দেন। তিনি বলেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো মার্কিন অভিবাসন ব্যবস্থাকে 'সম্পূর্ণ পুনরুদ্ধার' করতে সহায়তা করা এবং বাইডেন প্রশাসনের অধীনে অনুমোদিত 'অবৈধ প্রবেশ' বাতিল করা। ট্রাম্প আরও জানান, যারা যুক্তরাষ্ট্রের জন্য 'নেট সম্পদ' নয় বা দেশকে ভালোবাসতে 'অক্ষম', তাদের অপসারণ করা হবে। এই ঘোষণা তাঁর অন্যতম কঠোর অভিবাসন নীতি হিসেবে বিবেচিত হচ্ছে।

“I will permanently pause migration from all Third World Countries to allow the U.S. system to fully recover, terminate all of the millions of Biden illegal admissions, including those signed by Sleepy Joe Biden’s Autopen, and remove anyone who is not a net asset to the United States, or is incapable of loving our Country,” Trump said in his post.

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!