সাবেক সিইসি নুরুল হুদাকে ১১ কারণে রিমান্ড চায় পুলিশ
প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ১১টি কারণ দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। সোমবার শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।