Web Analytics

প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে ১১টি কারণ দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। তন্মধ্যে রয়েছে, ২০১৮ সালের সংসদ নিবার্চন সুষ্ঠুভাবে অন্তর্ভুক্তিমূলক না করতে পারা। প্রশাসনের একটি পক্ষকে ব্যবহার করে সংবিধান অমান্য করেছেন। দিনের ভোট রাতে করেছেন। ষড়যন্ত্রমূলকভাবে সরকারি আদেশ, সাংবিধানিক ক্ষমতা হ্রাস, দেশের জনগণের ভোটাধিকার লঙ্ঘন করেছেন। মিথ্যা বিবৃতি ও গেজেটের মাধ্যমে একটি দলকে আঠারোর জাতীয় নির্বাচনে বিজয়ী করেছেন। এছাড়া আরো উল্লেখ করা হয়েছে, গ্রেফতার আসামি একজন ফ্যাসিবাদী বডির মূল নায়ক। তার কাছ থেকে পাতানো নির্বাচনের কৌশল ও জড়িতদের উদঘাটন করা দরকার। তিনি কোন কার কার কাছ থেকে কত টাকা ঘুষ গ্রহণ করে ফলাফল পরিবর্তন করে গেজেটে সাজানো ভোটের ফলাফল প্রকাশ করেছেন তার তথ্য উদঘাটন করা দরকার।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।