খনন করা হচ্ছে অস্তিত্ব সংকটে পড়া বরিশাল খাল
মাদারীপুর শহরের মাঝ দিয়ে বয়ে গেছে বরিশাল খাল। মানচিত্রে এটি এখনো শহরের ইটেরপুল থেকে পাথুরিয়ার পাড় পর্যন্ত বিস্তৃত। ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে শহর থেকে সরাসরি নৌপথে বরিশাল যাতায়াত করতে হতো স্থানীয়দের। এজন্য খালটির নাম হয় বরিশাল খাল। তবে দখল-দূষণে ভরাট হয়ে গেছে আট কিলোমিটার দৈর্ঘ্যের এ খালের বেশির ভাগ অংশ। পুরোপুরি বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। দীর্ঘদিন চেষ্টার পর জেলা প্রশাসন খালটি দখলমুক্ত করেছে। এবার খননের উদ্যোগ নিয়েছে পৌর ও জেলা প্রশাসন। গতকাল সকালে শহরের ইটেরপুল এলাকা থেকে পৌর কর্তৃপক্ষ খালটির খনন কার্যক্রম শুরু করে।