মাদারীপুরের বরিশাল খাল, যা একসময় ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নৌপথ ছিল, দীর্ঘ দখল ও দূষণের কারণে বন্ধ হয়ে পড়ে। আট কিলোমিটার দীর্ঘ খালটি অবৈধ স্থাপনার কারণে ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছিল। জেলা ও পৌর প্রশাসন একযোগে খালটি উদ্ধারে ও খননের উদ্যোগ নিয়েছে, যার কাজ শুরু হয়েছে ইটেরপুল এলাকা থেকে। স্থানীয়রা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, বলছেন পানিপ্রবাহ ফিরলে শত শত বিঘা জমিতে কৃষিকাজ আবারও শুরু হবে এবং ঐতিহ্যবাহী নৌযান চলাচল ফিরিয়ে আনা সম্ভব হবে।