দুই গ্রামের সংঘর্ষে দুই ওসিসহ আহত ২৫
মাদারীপুরের রাজৈরে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামের বাসিন্দারা। উপজেলার বেপারীপাড়া এলাকায় শনিবার রাত ৯টা থেকে শুরু হয়ে দফায় দফায় চলে এ সংঘর্ষ। এতে আট পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যের মধ্যে দুজন ওসি রয়েছে।