মাদারীপুরের রাজৈরে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামের বাসিন্দারা। বেপারীপাড়া এলাকায় চলা এই সংঘর্ষে আট পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যের মধ্যে দুজন ওসি রয়েছে। স্থানীয়রা জানান, গত ২ এপ্রিল বদরপাশা গ্রামের জুনায়েদ তার বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দে আতশবাজি ফোটায়। এতে বাধা দেয় জোবায়ের খান ও তার বন্ধুরা। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে গত ৩ এপ্রিল জোবায়েরকে একা পেয়ে মারধর করে জুনায়েদ ও তার বন্ধুরা। এতে জোবায়েরের ডান পা ভেঙে যায়। এ ঘটনায় মামলা হয়। অনিক রাজৈর বাজারে গেলে তাকে ধাওয়া দেয় জুনায়েদ ও তার বন্ধুরা। এ খবর ছড়িয়ে পড়লে রাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। এ সময় ককটেল ফাটিয়ে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।