Web Analytics

রাজবাড়ীর পথসভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, যেই সংবিধানে প্রধানমন্ত্রীর সর্বময় ক্ষমতা থেকে গুম ও খুনের মতো অপরাধ সংঘটিত হয়, তা তারা মানেন না এবং সেই সংবিধান বদলে দিতে এনসিপি লড়াই করছে। তিনি বলেন, জনগণের জন্য নতুন রাষ্ট্র গড়ার সংগ্রামে তারা নেমেছেন এবং সাহসী নাগরিকরাও তাদের সঙ্গে আছে। গুলির ভয় না করে পূর্বে রাজপথে নামা নাগরিকদের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, দেশ বদলানোর লক্ষ্যে এনসিপি প্রয়োজনীয় সব সংস্কার করবে।

18 Jul 25 1NOJOR.COM

যেই সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকে সর্বময়, সে রাষ্ট্রের বাহিনী ব্যবহার করে নাগরিককে গুম করতে পারে, খুন করতে পারে- ওই সংবিধান আমরা রাখবো না: তাসনিম জারা

নিউজ সোর্স

n/a 18 Jul 25

সংবিধান হবে বাংলাদেশের সব নাগরিকের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, যেই সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকে সর্বময়, সে রাষ্ট্রের বাহিনী ব্যবহার করে নাগরিককে গুম করতে পারে, খুন করতে পারে- ওই সংবিধান আমরা রাখবো না। ওই সংবিধান আমরা বদলাবো। সংবিধান হবে বাংলাদেশের সকল নাগরিকের। সব মানুষের অধিকার রক্ষা করবে। ওই লড়াইয়ে আমরা নেমেছি। এই লড়াইয়ে আপনারা আমাদের সাথে থাকবেন। পথ অনেক লম্বা, কিন্তু চ্যালেঞ্জ অনেক। কিন্তু মানুষ যখন জাগে তখন ইতিহাস বদলায়। আমরা সেই ইতিহাস বদলাতে এসেছি।