রাজবাড়ীর পথসভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, যেই সংবিধানে প্রধানমন্ত্রীর সর্বময় ক্ষমতা থেকে গুম ও খুনের মতো অপরাধ সংঘটিত হয়, তা তারা মানেন না এবং সেই সংবিধান বদলে দিতে এনসিপি লড়াই করছে। তিনি বলেন, জনগণের জন্য নতুন রাষ্ট্র গড়ার সংগ্রামে তারা নেমেছেন এবং সাহসী নাগরিকরাও তাদের সঙ্গে আছে। গুলির ভয় না করে পূর্বে রাজপথে নামা নাগরিকদের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, দেশ বদলানোর লক্ষ্যে এনসিপি প্রয়োজনীয় সব সংস্কার করবে।