নাসিরনগরে গোষ্ঠীগত দ্বদ্বের জেরে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘর্ষে জড়িয়েছে দুই গোষ্ঠীর লোকজন। শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে হওয়া এ সংঘর্ষে সোহরাব হোসাইন আবির (২৭) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। ভাঙচুর ও লুট করা হয় পাঁচ দোকানে।