ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের বাজারে শনিবার দুই গোষ্ঠীর সংঘর্ষে সোহরাব হোসাইন আবির (২৭) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩০ জন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদ আলী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। নিহত আবির মোল্লা গোষ্ঠীর সদস্য ও ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। সংঘর্ষ চলাকালে দোকানপাটে ভাঙচুর ও লুটপাট হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করে।