রাজনৈতিক স্থিতিশীলতায় মে মাসে ব্যবসা পরিবেশের উন্নতি
মে মাসে রাজনৈতিক স্থিতিশীলতা কিছুটা উন্নতি করেছে। ফলে এ মাসে ব্যবসা পরিবেশেরও উন্নতি হয়েছে। বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) সূচকে এপ্রিলের তুলনায় মে মাসে ৬ পয়েন্ট উন্নতি হয়েছে। এ সময় কৃষি, উৎপাদন খাত ও সেবা খাতের উন্নতি হলেও নির্মাণ খাত কিছুটা পিছিয়েছে। মেট্রোপলিটন চেম্বার (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে পিএমআই সূচক প্রকাশ করে থাকে। পিএমআই রিপোর্টটি রোববার প্রকাশ করেছে এমসিসিআই।