Web Analytics

বাংলাদেশে মে মাসে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন ৯.০৫% মুদ্রাস্ফীতি ব্যবসার পরিবেশকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে। পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (PMI) ৬ পয়েন্ট বেড়ে ৫৮.৯-এ পৌঁছায়, যা কৃষি, উৎপাদন ও সেবা খাতে শক্তিশালী প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়। কৃষি খাত টানা ৮ম ও উৎপাদন খাত ৯ম মাসে সম্প্রসারিত হয়। নির্মাণ খাত স্থিতিশীল থাকলেও তেমন অগ্রগতি হয়নি। এই ধারা খরচ কমে আসা ও বিনিয়োগকারীদের আস্থার উন্নতির প্রতিফলন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।