এফ৩৫ বিমানের নতুন চালান পেল ইসরাইল
মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট লকহিড মার্টিন থেকে কেনা তিনটি এফ-৩৫ বিমান নেভাটিম বিমান ঘাঁটিতে অবতরণ করেছে বলে ঘোষণা দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ফলে ইসরাইলের কেনা ৫০টি এফ-৩৫ বিমানের মধ্যে ৪২টিই এখন তেল আবিবে।