যুক্তরাষ্ট্র থেকে কেনা তিনটি এফ-৩৫ বিমান নেভাটিম বিমান ঘাঁটিতে অবতরণ করেছে বলে ঘোষণা দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। ফলে ইসরাইলের কেনা ৫০টি এফ-৩৫ বিমানের মধ্যে ৪২টিই এখন তেল আবিবে। এই তিনটি বিমান আসলে গত সপ্তাহে এসে পৌঁছেছে। কিন্তু ইসরাইলের ২৫টি এফ-৩৫ বিমান থেকে ৫০টি এফ-৩৫ বিমানে উন্নীত করার জন্য দীর্ঘস্থায়ী চুক্তির অংশ হিসেবে রোববার এই ঘোষণা দেওয়া হলো। আরও দুই মাসের মধ্যে আরও তিনটি বিমান সরবরাহ করা হবে।