Web Analytics

তিন দশক পর খুলনার পাইকগাছার নাছিরপুর খাল উন্মুক্ত হওয়ায় আশপাশের ২০টি গ্রামে বইছে আনন্দের জোয়ার। অবৈধ দখল অপসারণের পর শত শত মানুষ উৎসবমুখর পরিবেশে মাছ ধরায় অংশ নেন। জীবিকা-নির্ভর এই খালকে ঘিরে গ্রামজুড়ে চলছে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল। বহুদিনের দাবি পূরণের সিদ্ধান্ত গত ৩০ জুন ভূমি মন্ত্রণালয়ের বৈঠকে নেয়া হয় এবং বুধবার তা বাস্তবায়িত হয়, যা গ্রামীণ জীবনে প্রাণের সঞ্চার ঘটায়।

02 Jul 25 1NOJOR.COM

৩০ বছর পর নাছিরপুর খাল উন্মুক্ত, ২০ গ্রামে উৎসবের আমেজ

নিউজ সোর্স

নাছিরপুর খাল উন্মুক্ত, ২০ গ্রামে মাছ ধরার উৎসব

এলাকার নারী-পুরুষসহ শত শত জনতার উৎসবমুখর উপস্থিতিতে এসিল্যান্ড, সেনাবাহিনী, পুলিশ কর্মকর্তাদের পরিচালনায় খাল থেকে সব প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।