তিন দশক পর খুলনার পাইকগাছার নাছিরপুর খাল উন্মুক্ত হওয়ায় আশপাশের ২০টি গ্রামে বইছে আনন্দের জোয়ার। অবৈধ দখল অপসারণের পর শত শত মানুষ উৎসবমুখর পরিবেশে মাছ ধরায় অংশ নেন। জীবিকা-নির্ভর এই খালকে ঘিরে গ্রামজুড়ে চলছে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল। বহুদিনের দাবি পূরণের সিদ্ধান্ত গত ৩০ জুন ভূমি মন্ত্রণালয়ের বৈঠকে নেয়া হয় এবং বুধবার তা বাস্তবায়িত হয়, যা গ্রামীণ জীবনে প্রাণের সঞ্চার ঘটায়।