Web Analytics

গণঅভ্যুত্থানে নলছিটির শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমী আক্তারের ফুটফুটে নবজাতক কন্যা সন্তানের জন্ম হয়েছে। এই আনন্দঘন সময়ে এতিম কন্যার প্রথম কান্নার সঙ্গে সঙ্গে গোটা পরিবারও শহীদের শোকে দিশেহারা কান্নায় লিপ্ত হন। জানা গেছে, ঝালকাঠি নলছিটির বাসিন্দা সেলিম তালুকদার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৩১ জুলাই শহীদ হন। এর তিনদিন পরই ৪ আগস্ট ছিল প্রথম বিবাহবার্ষিকী। ৮ আগস্ট পরীক্ষায় ধরা পড়ে সেলিমের স্ত্রী সুমী আক্তার অন্তঃসত্ত্বা। শনিবার পিতৃশূন্য ঘর আলো করে সিজারিয়ান অপারেশনে জন্ম নেয় শিশু কন্যা।

Card image

নিউজ সোর্স

RTV 09 Mar 25

পৃথিবীর মুখ দেখল শহীদ সেলিম-সুমী দম্পতির কন্যাসন্তান

অপারেশন থিয়েটার থেকেই বের করতেই নবজাতক কন্যা শিশু দু’চোখে টলটলিয়ে এদিক সেদিক তাকাচ্ছে। নিজ হাত মুখে দিচ্ছে। দাদি ছোট্ট কাঁথা নিয়ে নাতিকে কোলে নিলেন। তখনও মাকে অপারেশন থিয়েটার থেকে বের করা হয়নি। কানে আজান দেওয়ার জন্য নিজস্ব লোক খুঁজছিল। এ সময় নবজাতক কান্না শুরু করল। তখনই নবজাতকের কান্নার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন সবাই কুঁকড়ে কেঁদে উঠল। নবজাতক জন্মের পরে আনন্দের হই-হুল্লোড়ের পরিবর্তে শোকার্ত আহাজারি ও বিলাপে পরিবেশ ভারী হয়ে ওঠে। সবাই বিলাপে স্মৃতিচারণ করে শহীদ সেলিম তালুকদারের অনুপস্থিতি স্মরণ করে। ছাত্র-জনতার আন্দোলনে নলছিটির শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমী আক্তারের ফুটফুটে নবজাতক কন্যা সন্তানের জন্ম হয়েছে।