গণঅভ্যুত্থানে নলছিটির শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমী আক্তারের ফুটফুটে নবজাতক কন্যা সন্তানের জন্ম হয়েছে। এই আনন্দঘন সময়ে এতিম কন্যার প্রথম কান্নার সঙ্গে সঙ্গে গোটা পরিবারও শহীদের শোকে দিশেহারা কান্নায় লিপ্ত হন। জানা গেছে, ঝালকাঠি নলছিটির বাসিন্দা সেলিম তালুকদার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৩১ জুলাই শহীদ হন। এর তিনদিন পরই ৪ আগস্ট ছিল প্রথম বিবাহবার্ষিকী। ৮ আগস্ট পরীক্ষায় ধরা পড়ে সেলিমের স্ত্রী সুমী আক্তার অন্তঃসত্ত্বা। শনিবার পিতৃশূন্য ঘর আলো করে সিজারিয়ান অপারেশনে জন্ম নেয় শিশু কন্যা।