Web Analytics

রাশিয়া জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথভাবে ইরানের পরমাণু স্থাপনায় চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, মস্কো ইরানের পরমাণু ইস্যুর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানেই অটল রয়েছে। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর তত্ত্বাবধানে থাকা স্থাপনাগুলোর ওপর সামরিক হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি বৈশ্বিক অ-বিস্তার ব্যবস্থা ও এনপিটি চুক্তিকে ক্ষতিগ্রস্ত করছে। জাখারোভা জানান, কিছু বিদেশি পক্ষ ইরানের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলেও তেহরান এখনো সংলাপকেই অগ্রাধিকার দিচ্ছে। তিনি আরও বলেন, আলোচনায় ফেরার আগে ইরানকে নিশ্চিত হতে হবে যে তাদের পরমাণু স্থাপনাগুলো আর কোনো সামরিক হামলার লক্ষ্য হবে না। পশ্চিমা দেশগুলোকে নিষেধাজ্ঞা ও হুমকির ভাষা বাদ দিয়ে কূটনীতির পথে ফিরতে আহ্বান জানান তিনি।

21 Nov 25 1NOJOR.COM

ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলার নিন্দা জানিয়ে কূটনীতিতে ফেরার আহ্বান রাশিয়ার

নিউজ সোর্স

ইরানের পরমাণু ইস্যু নিয়ে যা বলল রাশিয়া

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের গত জুন মাসে ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঘটনায় ফের নিন্দা জানিয়েছে  রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘রাজনৈতিক সমাধানের পথেই অটল রয়েছে মস্কো।’ মস্কোতে এক সংবাদ সম্মেলনে জাখারোভা ঘোষণা দেন,

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।