রাশিয়া জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথভাবে ইরানের পরমাণু স্থাপনায় চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, মস্কো ইরানের পরমাণু ইস্যুর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানেই অটল রয়েছে। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর তত্ত্বাবধানে থাকা স্থাপনাগুলোর ওপর সামরিক হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি বৈশ্বিক অ-বিস্তার ব্যবস্থা ও এনপিটি চুক্তিকে ক্ষতিগ্রস্ত করছে। জাখারোভা জানান, কিছু বিদেশি পক্ষ ইরানের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলেও তেহরান এখনো সংলাপকেই অগ্রাধিকার দিচ্ছে। তিনি আরও বলেন, আলোচনায় ফেরার আগে ইরানকে নিশ্চিত হতে হবে যে তাদের পরমাণু স্থাপনাগুলো আর কোনো সামরিক হামলার লক্ষ্য হবে না। পশ্চিমা দেশগুলোকে নিষেধাজ্ঞা ও হুমকির ভাষা বাদ দিয়ে কূটনীতির পথে ফিরতে আহ্বান জানান তিনি।